সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাঙচুর মামলায় চেয়ারম্যানসহ ছয়জন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি

ভাঙচুর মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ২০ দলীয় জোট সমর্থক চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টোসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের দ্রুত বিচার আদালতের বিচারক এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ নূরুল আলম জানান, ওই মামলায় গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। কারাগারে পাঠানো অন্যরা হলেন— আসাদুল হক, জিয়া উদ্দিন, আঃ ছাত্তার, মুণ্ডু মিয়া ও ইকবাল হোসেন। মামলার বাদী মোজাম্মেল হক জানান, সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ইতালি প্রবাসী আমার এক আত্মীয়র জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৬ সালের ৬ নভেম্বর ভুট্টো তার দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে সেখানে নির্মিত দোকান ভাঙচুর ও লুটতরাজ চালায়। পরে এ ঘটনায় ৯ নভেম্বর ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।  স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি কায়কোবাদ আকন্দ জানান, আমিরাবাড়ি ইউনিয়নের বিএনপি-জামায়াতপন্থি ইউপি চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে ভূমি জবরদখল ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর