গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় বিনা নোটিসে ১ হাজার ৭৩৩ জন শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে কারখানা ফটকের সামনে সোমবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লি. নামের একটি তৈরী পোশাক করখানায়। জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়। পরের দিন যথারীতি কারখানায় প্রবেশ করতে গেলে ফটকের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেন। পরে কারখানার মূল ফটকে ছাঁটাইয়ের নোটিস দেখতে পান শ্রমিকরা। কারখানার জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দুলাল বন্দের মোঠোফোনে এ ব্যাপারে তথ্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে লাইনটি কেটে দেন। গাজীপুর শিল্প পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম জানান, শ্রমিকদের বিনা নোটিসে ছাঁটাই করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ করে। এছাড়া শ্রমিকদের পাওনাদি নিয়ে শ্রমিক-মালিক-পুলিশ বৈঠক হয়েছে। আশা রাখছি বিষয়টি দ্রুত সমাধান হবে। টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০ : টঙ্গী প্রতিনিধি জানান, টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার এপ্রিল ফ্যাশন লি. নামক সোয়েটার কারখানায় পিস রেট বৃদ্ধির দাবিতে সোমবার কারখানার মূল ফটকে অবস্থান কর্মসূচি চলাকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ২০ শ্রমিক আহত হয়েছেন। আটক করা হয়েছে আট শ্রমিককে। এ ঘটনায় শিল্প পুলিশের এএসআই শাহাদাত ঘটনার দিন রাতেই টঙ্গী থানায় মামলা করেন। এছাড়া কারখানা কর্তৃপক্ষও শ্রমিকদের বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার শ্রমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
শিরোনাম
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা