বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেরপুরে মদনটাক নালিতাবাড়ী থেকে গন্ধগোকুল উদ্ধার

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরে মদনটাক নালিতাবাড়ী থেকে গন্ধগোকুল উদ্ধার

শেরপুরের সাদাত এগ্রো লি. প্রকল্প থেকে বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধার করে দুপুরে অবমুক্ত করা হয়েছে। জেলা বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান জানিয়েছেন এ ধরনের পাখি এখন বিরল। নাম মদন টাক। পাখির অভয়ারণ্য খ্যাত সাদাত এগ্রো লিঃ-এর স্বত্বাধিকারী মো. সাদুজ্জামান সাদি জানিয়েছেন পাখিটি প্রকল্প এলাকায়  মাছ খেতে এসে পুকুরের পাড়ে থাকা জালে জড়িয়ে যায়। সামান্য আহত হয়। পরে প্রকল্পের লোকজন পাখিটিকে ধরে চিকিৎসা দেন। গতকাল দুপুরে বন কর্মকর্তার উপস্থিতিতে পাখিটিকে অবমুক্ত করা হয়। বড় ঠোঁট বিশিষ্ট ৭ কেজি ওজনের বৃহদাকার পাখিটিকে দেখতে হাজারো মানুষ ভিড় জমায়। এদিকে জেলার নালিতাবাড়ী  উপজেলায় মঙ্গলবার গন্ধগোকুল নামে একটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী জানায়, সকালে পৌর শহরের চরপাড়া থেকে এলাকাবাসী গন্ধগোকুল প্রাণীটিকে আটক করে। পরে ফরেস্টার আকরাম হোসেন ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করেন। দুপুরে মধুটিলা রেঞ্জার মো. ইলিছুর রহমান তিতুমির প্রাণীটিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসার পর মধুটিলা ইকোপার্কে নিয়ে যান। তিতুমির বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হলে আগামীকাল (আজ) বনে ছেড়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর