শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এমপি বাসন্তী চাকমা পাহাড়ে অবাঞ্ছিত

দাবি না মানলে হরতাল

খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংরক্ষিত নারী এমপি বাসন্তী চাকমার সংসদ সদস্য পদ খারিজের দাবিতে খাগড়াছড়িতে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকালও বিক্ষোভ, সবাবেশ ও বাসন্তীর কুশপুত্তলিকা দাহ করেছে পার্বত্য অধিকার ফোরাম। সমাবেশ থেকে বাসন্তী চাকমাকে পার্বত্য তিন জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং আওয়ামী লীগ থেকেও তাকে অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে হরতালের মতো কঠোর র্কমসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। গত ২৬ ফেব্রুয়ারি বাসন্তী চাকমা জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর