মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
পদ্মার তলদেশ দিয়ে চরাঞ্চলে বিদ্যুৎ

১০ মেগা. উপকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা ও মেঘনা নদীর বিচ্ছিন্ন চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় গতকাল উপকেন্দ্রটি উদ্বোধন করেন স্থানীয় এমপি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম। এ ছাড়া পদ্মা নদী দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজেরও উদ্বোধন করা হয়। দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের ও সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে শরীয়তপুরের চারটি ও চাঁদপুরের তিনটি ইউনিয়ের ২০ হাজার পরিবারকে। গতকাল বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ ও সাবমেরিন ক্যাবলের লাইন উদ্বোধন শেষে উপমন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য রাখেন। আরও বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ। এনামুল হক শামীম বলেন, ‘আমার নির্বাচনী ওয়াদা ছিল দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়া।

সর্বশেষ খবর