মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ভাঙচুর, আহত ৫

উপনির্বাচন বগুড়া-৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ভাঙচুর, আহত ৫

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রচারণা নিয়ে গতকাল ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ধানের শীষের প্রচারণা বহরে থাকা দুটি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয়েছেন উভয়পক্ষের পাঁচজন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ নেতা-কর্মী নিয়ে প্রচারণায় যান। তখন ওই এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া যুবদলের সভাপতি মিনহাজের ভাই এখলাস ম-ল। পাঁচবাড়িয়া বাজারে বিএনপি কার্যালয়কে মিনহাজের আপেল মার্কার নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। ধানের শীষের প্রার্থী ও নেতা-কর্মী সেখানে গেলে আপেল মার্কার সমর্থকদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সদর থানার ওসি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে সংঘর্ষ আগুন : মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রবিবার রাতে সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর