রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এক পলক

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

ভাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ  লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের বাজার এলাকায় ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীর নাম সাথী ঘোষ ওরফে তিথী (১৬)। সে ভাঙ্গা বাজার এলাকার মৃত হারু ঘোষের মেয়ে। দুই ভাই বোনের মধ্যে সাথী ছোট। সে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

- ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    

কুমিল্লায় বাস চাপায় মুক্তিযোদ্ধা নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় গতকাল রাতে বাস চাপায় হাজী রমিজ উদ্দিন মাস্টার নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত রমিজ উদ্দিন মাস্টার বুড়িচং উপজেলার মোকাম মধ্যপাড়া গ্রামের মৃত হাজী আবিদ আলীর ছেলে। দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই শাহিন কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-কুমিল্লা প্রতিনিধি

সচেতনতামূলক ্যালি

গাজীপুরের টঙ্গী ৪৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মহানগর কৃষকলীগের উদ্যোগে সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল ডেঙ্গু প্রতিরোধে এডিস মশক নিধনে সচেতনতামূলক র‌্যালি হয়েছে। রালিটি টিএন্ডটি বাজার, মরকুনসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের সভাপতি মো.হেলাল উদ্দিন, কৃষকলীগ নেতা মোস্তফা কামাল. আ.মতিন, যুবলীগ নেতা মনির হোসেন সাগর, লাভলী বেগম, এনায়েত হোসেন, আ.মান্নান, মামুন, রাজু আহম্মেদ প্রমুখ।

-টঙ্গী প্রতিনিধি

দুস্থদের ঈদসামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থ ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবকমূলক সামাজিক সংগঠন ঝরাপাতা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে ঈদসামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন আহম্মেদ শাহ আল জাবের, সাফিকুল ইসলাম, আবদুল মুমিন বাবুল, শফিকুল ইসলাম, সাহাব উদ্দীন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার গভীর রাতে মো. ফকরুল আলম (৪৮) নামের এক যুবলীগ নেতাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই যুবলীগ নেতার সঙ্গে থাকা আল আমীনকেও (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজনের বাড়িই উপজেলার রতনপুরে। গ্রেফতার মো. ফকরুল আলম রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রতনপুর ইউপির সাবেক সদস্য।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুনাকের ত্রাণ বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার বন্যাদুর্গত ২৫০টি পরিবারকে চাল, ডাল, তেল, লাচ্ছা সেমাই, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল সকাল ১১টায় ধুনটের সহরাবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর ফারুকুল ইসলাম।

- নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভিজিএফ চাল বিতরণ

শেরপুরের নকলায় ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বৃহস্পতিবার বানেশ^রদী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ উদ্বোধন করেন, ইউএনও জাহিদুর রহমান। এসময় পিআইও জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার উপস্থিত ছিলেন। -নকলা প্রতিনিধি

সোনার দোকানে চুরি

বরগুনার আমতলী পৌরসভার জয় প্রকাশ গিনি হাউসের সার্টারের ভেঙে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আমতলী পৌর শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির স্টলের জয় প্রকাশ গিনি হাউসের দোকান মালিক ঝন্টু কর্মকার, তার ছেলে জয় প্রকাশ কর্মকার ও কারিকর দেবাশিস শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। ওই দিন গভীর রাতে চোর চক্র দোকানের সামনের সার্টারের কয়রা ভেঙে দোকানে ঢুকে। আমতলী থানার ওসি বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। - আমতলী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর