লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ অটোরিকশা যাত্রী। শনিবার রাতে উপজেলার ঘুণ্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার সিরাজ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এদিকে জেলার আড়াইহাজারে রিজিয়া (৫৫) নামে এক মহিলা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রিজিয়া ওই গ্রামের মিছির আলী স্ত্রী। বগুড়া : শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কর্মরত সেনাবাহিনীর করপোরাল রবিউল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারা যান। রবিউল রাজবাড়ি জেলা সদরের আব্দুল হামিদের ছেলে। ছুটি শেষে তিনি শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রংপুর : সদর উপজেলার পালিচড়া বাজারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে সকিনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। সকিনার বাড়ি সদ্যপুস্করিনি পুকুর পাড় নামক এলাকায়। রাজশাহী : মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে। নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝউসি নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন বিল্লাল হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্র। গতকাল বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পঁচাশিপাড়া মোশারফ হোসেনের ছেলে নুরুলিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। চাঁপাইনবাগঞ্জ : নাচোল উপজেলায় রাস্তা পারাপারের সময় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাজুর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের। এ ঘটনায় অটোচালককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগার্তী এলাকায় গতকাল সকালে বালি ভার্তি ট্রাকচাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক। নিহত জসিম জাহাঙ্গীরগাতী গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঘোনাপাড়া গ্রামে।
শিরোনাম
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
নবদম্পতিসহ সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর