লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ অটোরিকশা যাত্রী। শনিবার রাতে উপজেলার ঘুণ্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার সিরাজ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এদিকে জেলার আড়াইহাজারে রিজিয়া (৫৫) নামে এক মহিলা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রিজিয়া ওই গ্রামের মিছির আলী স্ত্রী। বগুড়া : শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কর্মরত সেনাবাহিনীর করপোরাল রবিউল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারা যান। রবিউল রাজবাড়ি জেলা সদরের আব্দুল হামিদের ছেলে। ছুটি শেষে তিনি শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রংপুর : সদর উপজেলার পালিচড়া বাজারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে সকিনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। সকিনার বাড়ি সদ্যপুস্করিনি পুকুর পাড় নামক এলাকায়। রাজশাহী : মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে। নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝউসি নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন বিল্লাল হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্র। গতকাল বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পঁচাশিপাড়া মোশারফ হোসেনের ছেলে নুরুলিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। চাঁপাইনবাগঞ্জ : নাচোল উপজেলায় রাস্তা পারাপারের সময় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাজুর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের। এ ঘটনায় অটোচালককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগার্তী এলাকায় গতকাল সকালে বালি ভার্তি ট্রাকচাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক। নিহত জসিম জাহাঙ্গীরগাতী গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঘোনাপাড়া গ্রামে।
শিরোনাম
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস