লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ অটোরিকশা যাত্রী। শনিবার রাতে উপজেলার ঘুণ্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার সিরাজ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এদিকে জেলার আড়াইহাজারে রিজিয়া (৫৫) নামে এক মহিলা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রিজিয়া ওই গ্রামের মিছির আলী স্ত্রী। বগুড়া : শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কর্মরত সেনাবাহিনীর করপোরাল রবিউল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারা যান। রবিউল রাজবাড়ি জেলা সদরের আব্দুল হামিদের ছেলে। ছুটি শেষে তিনি শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রংপুর : সদর উপজেলার পালিচড়া বাজারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে সকিনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। সকিনার বাড়ি সদ্যপুস্করিনি পুকুর পাড় নামক এলাকায়। রাজশাহী : মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে। নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝউসি নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন বিল্লাল হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্র। গতকাল বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পঁচাশিপাড়া মোশারফ হোসেনের ছেলে নুরুলিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। চাঁপাইনবাগঞ্জ : নাচোল উপজেলায় রাস্তা পারাপারের সময় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাজুর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের। এ ঘটনায় অটোচালককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগার্তী এলাকায় গতকাল সকালে বালি ভার্তি ট্রাকচাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক। নিহত জসিম জাহাঙ্গীরগাতী গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঘোনাপাড়া গ্রামে।
শিরোনাম
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
নবদম্পতিসহ সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
৩১ মিনিট আগে | মাঠে ময়দানে