লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ অটোরিকশা যাত্রী। শনিবার রাতে উপজেলার ঘুণ্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার সিরাজ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এদিকে জেলার আড়াইহাজারে রিজিয়া (৫৫) নামে এক মহিলা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রিজিয়া ওই গ্রামের মিছির আলী স্ত্রী। বগুড়া : শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কর্মরত সেনাবাহিনীর করপোরাল রবিউল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারা যান। রবিউল রাজবাড়ি জেলা সদরের আব্দুল হামিদের ছেলে। ছুটি শেষে তিনি শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রংপুর : সদর উপজেলার পালিচড়া বাজারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে সকিনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। সকিনার বাড়ি সদ্যপুস্করিনি পুকুর পাড় নামক এলাকায়। রাজশাহী : মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে। নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝউসি নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন বিল্লাল হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্র। গতকাল বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পঁচাশিপাড়া মোশারফ হোসেনের ছেলে নুরুলিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। চাঁপাইনবাগঞ্জ : নাচোল উপজেলায় রাস্তা পারাপারের সময় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাজুর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের। এ ঘটনায় অটোচালককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগার্তী এলাকায় গতকাল সকালে বালি ভার্তি ট্রাকচাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক। নিহত জসিম জাহাঙ্গীরগাতী গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঘোনাপাড়া গ্রামে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নবদম্পতিসহ সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর