লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ অটোরিকশা যাত্রী। শনিবার রাতে উপজেলার ঘুণ্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার সিরাজ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এদিকে জেলার আড়াইহাজারে রিজিয়া (৫৫) নামে এক মহিলা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রিজিয়া ওই গ্রামের মিছির আলী স্ত্রী। বগুড়া : শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কর্মরত সেনাবাহিনীর করপোরাল রবিউল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারা যান। রবিউল রাজবাড়ি জেলা সদরের আব্দুল হামিদের ছেলে। ছুটি শেষে তিনি শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রংপুর : সদর উপজেলার পালিচড়া বাজারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে সকিনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। সকিনার বাড়ি সদ্যপুস্করিনি পুকুর পাড় নামক এলাকায়। রাজশাহী : মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে। নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝউসি নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন বিল্লাল হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্র। গতকাল বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পঁচাশিপাড়া মোশারফ হোসেনের ছেলে নুরুলিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। চাঁপাইনবাগঞ্জ : নাচোল উপজেলায় রাস্তা পারাপারের সময় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাজুর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের। এ ঘটনায় অটোচালককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগার্তী এলাকায় গতকাল সকালে বালি ভার্তি ট্রাকচাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক। নিহত জসিম জাহাঙ্গীরগাতী গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঘোনাপাড়া গ্রামে।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া