সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়ে হত্যার বিচার চাইলেন বাবা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ছালেহা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে গতকাল সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবে এই কর্মসূচিতে নিহতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ ছাড়াও পরিবারের অন্য সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অংশ নেয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, সোলায়মান মিয়া, অধ্যাপক শামছুল আলম চৌধুরী, আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর কামরুল হাসান মামুন, নিহতের বোন সাবিহা আক্তার প্রমুখ। সালেহার বাবা বলেন, যৌতুক না দেওয়ায় ২০১২ সালের ১৮ আগষ্ট ছালেহাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় দেলদুয়ার থানায় মামলা করা হয়।

 ময়নাতদন্ত রিপোর্টেও ছালেহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলা হয়েছে। মামলার মূল আসামি ছালেহার স্বামী আশরাফুল আলম ছাত্তারসহ অন্য আসামিরা গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে।

সর্বশেষ খবর