শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুদের টাকা না পেয়ে কৃষকের ঘরে তালা

লাকসাম প্রতিনিধি

সুদের টাকা না পেয়ে এক প্রভাবশালীর বিরুদ্ধে নজির আহাম্মদ নামের এক নিরীহ কৃষকের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল নাঙ্গলকোট থানার পুলিশ প্রভাবশালী জাহাঙ্গীর আলমকে আটক করেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক নজির আহাম্মদের অভিযোগ, গত ১০ মাস আগে তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে প্রভাবশালী জাহাঙ্গীর আলমের কাছ থেকে শতকরা ৫ টাকা হারে সুদে ১ লাখ টাকা ঋণ নেন। শর্ত অনুযায়ী প্রতি মাসে ৫ হাজার টাকা হারে ৮ মাসে ৪০ হাজার টাকা সুদ পরিশোধ করেন। গত দুই মাসের সুদের টাকা দিতে না পেরে ওই প্রভাবশালীর কাছে কিছুদিন সময় চান। কিন্তু ওই প্রভাবশালী কিছুতেই রাজি না হয়ে গত বৃহস্পতিবার নজির আহাম্মদের পরিবারকে জোরপূর্বক বের করে দিয়ে তার বসতঘরে তালা লাগিয়ে দেন। এতে নিরীহ ওই কৃষক শীতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গতকাল কৃষক নজির আহাম্মদ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে বসতঘরে তালা দেওয়ার সত্যতা পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর