শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ফেনী জেনারেল হাসপাতাল

স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা

ফেনী প্রতিনিধি

ফেনী জেনারেল হাসপাতালে চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার। প্রধান অতিথি হিসেবে গতকাল এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুজজামান, রবিউল হক, ডা. সাজ্জাদ হোসেন, আবদুর রহমান। প্রধান অতিথি বলেন- ডায়ালাইসিস সেন্টারের মাধ্যমে গরিব রোগীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবেন। আর রোগীদের ঢাকা, চট্টগ্রাম কিংবা আশপাশের জেলায় যেতে হবে না। ফেনী জেনারেল হাসপাতালের ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগ চালু হয়েছে। এখানে প্রতিদিন দুই শিফটে ২০ জন রোগীর ডায়ালাইসিস করা যাবে। প্রতিবার ডায়ালাইসিস করতে পরীক্ষা-নিরীক্ষাসহ মোট খরচ হবে ৪০০ টাকা। ১০ জন স্বাস্থ্যকর্মী ও চার চিকিৎসক প্রতি শিফটে দায়িত্ব পালন করবেন।

হেপাটাইটিস বি ও সি আক্রান্তরাও ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। ফলে জেলার স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন মাত্রা।

সর্বশেষ খবর