ঝিনাইদহ ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী ও মানিকগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। প্রতিনিধিদের খবর- ঝিনাইদহ : বাসের ধাক্কায় হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শওকত আলী (৯০) নিহত হয়েছেন। জেলার হলিধানী বাজারে গতকাল এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হলিধানী বাজারে চুয়াডাঙ্গা থেকে আসা ঝিনাইদহগামী মামুন পরিবহনের একটি বাস শওকত আলী ধাক্কায় দেয়। স্থানীয়রা তাকে সদর হাসাপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নোয়াখালী : নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে যাওয়ার পথে নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসলিমা আক্তার (২৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নূর রহমানের মেয়ে ও উপজেলার দক্ষিণ পূর্ব চর লক্ষ্মী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আগামী বুধবার তার বিয়ের দিন ধার্য ছিল। রাজশাহী : রাজশাহী-ঢাকা মহাসড়কে নগরীর বিনোদপুর বাজারে গতকাল ভোরে ট্রাকচাপায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তার নাম আমজাদ হোসেন (৬৫)। জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে এক রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন আমজাদ। এ সময় ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। মানিকগঞ্জ : বাসচাপায় ফারুক হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার ঘোনা এলাকার হাবুল মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন।
শিরোনাম
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
দুই শিক্ষকসহ নিহত ৪
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর