শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাত বছরে খোঁজ মেলেনি ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অপহরণের সাত বছর পার হলেও ফতুল্লার ব্যবসায়ী বাছেদ আলমের খোঁজ মেলেনি। অপহরণের ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। তারা জামিনে মুক্ত হয়ে চলে গেছেন আত্মগোপনে। কিন্তু বাছেদের খোঁজ   মেলেনি। ফতুল্লা থানার তুষারধারা এলাকার বাসিন্দা বাছেদ পুরান ঢাকার ইসলামপুরে কেমিক্যালের ব্যবসা করতেন। ২০১৩ সালের ১৩ মার্চ তিনি নিখোঁজ হন। বাছেদ আলম এখনো জীবিত বলে বিশ্বাস তার স্ত্রী পুতুল চৌধুরীর। তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় বাছেদের ৩টি মোবাইল ফোন নম্বরের মধ্যে বাংলালিংক ও এয়ারটেল নম্বর দুটি বন্ধ রয়েছে। ২০১৭ সালের ২৩ জানুয়ারিতে হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে বাছেদের ব্যবহৃত রবি নম্বরটি। পরে ওই নম্বরে যোগাযোগ করা হয়। তখন নম্বরটি ব্যবহার করছিল এক নারী। অবস্থান ছিল চট্টগ্রামে।

সর্বশেষ খবর