শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফোন দিলেই ওষুধ বাড়ি পৌঁছে যাবে

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ঘরবন্দী অসহায় মানুষের সাহায্যার্থে জীবন রক্ষাকারী ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিতে দিনাজপুরের খানসামায় চালু করেছে মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস। এতে সরকার নির্ধারিত মূল্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে খানসামার পাকেরহাটের পপুলার ফার্মেসি। এ সেবা সার্ভিস চালু হওয়ার পর থেকে খানসামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেকেই উপকৃত হয়েছেন। ব্যতিক্রমী সেবার প্রশংসা করেছেন তারা। এ উদ্যোগের পরিকল্পনাকারী তারেক চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় অনেক অসহায় মানুষ ঘরের বাইরে বের হয়ে ওষুধ সংগ্রহ করতে পারছে না।

সর্বশেষ খবর