ত্রাণের দাবিতে দিনাজপুর শহর-বিরল সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুনর্ভবা নদীর কাঞ্চন ব্রিজে এই অবরোধ করেন ত্রাণবঞ্চিতরা। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতাসহ ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে বিক্ষুব্ধরা দিনাজপুর পৌর মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেন। তারা জানান, লকডাউনের কারণে রিকশা, ভ্যান, ফুটপাথের দোকান বন্ধসহ দৈনিক মুজরির কাজও নেই। তারা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে রয়েছেন। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, এলাকার প্রত্যেককে ত্রাণ সহযোগিতা করা হবে।
তালিকা তৈরির কাজ চলছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৌর মেয়রের মাধমে প্রত্যেকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে যাবে।