শিরোনাম
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আগস্টে রংপুরে ১৭২ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগে গত আগস্ট মাসে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। সূত্র জানায়, রংপুর বিভাগের ৮ জেলায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণসহ নানা অভিযোগে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের ১৭টি অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করা হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও ক্যাব।

সর্বশেষ খবর