বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৫২ জেলা সফর শেষে নাটোরে তৌহিদ

নাটোর প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে কারিগরী শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার তৌহিদুজ্জামান তৌহিদ। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)-এর ইন্সট্রাক্টর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) অ্যাসেসর হিসেবে কর্মরত তৌহিদুজ্জামান তৌহিদ ৫২টি জেলা সফর শেষে ৫৩তম নাটোর জেলা শহরে আসেন।

এ সময় তৌহিদ গণমাধ্যমকর্মীদের জানান, কারিগরী শিক্ষাই পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং বেকার সমস্যার সমাধান করে উদ্যোক্তা সৃষ্টি করতে। আজ চীনের যে শিল্প বিপ্লব তা কারিগরি শিক্ষার প্রসারের ফলে সম্ভব হয়েছে। চীনের একটি বাসা একটি করে কারখানা। বাংলাদেশের জনশক্তিকে জনস¤পদে পরিণত করতে কারিগরী শিক্ষার বিকল্প নেই ।

কারিগরি শিক্ষা জনপ্রিয় করার জন্য গত পাঁচ বছরে তিনি দেশের ৫২টি জেলা ঘুরেছেন। নিজের পকেটের অর্থ দিয়ে শতাধিক সেমিনার করেছেন। কারিগরি শিক্ষার নানা দিক নিয়ে করেছেন ৫০০ মতবিনিময় সভা।

এছাড়া কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সংক্রান্ত লাখ লাখ লিফলেট বিতরণ করেছেন।

সর্বশেষ খবর