মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় বেসামাল চালের বাজার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আমন ধানের ভরা মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী। গত চার দিনে বাজারে সরু ও মাঝারি চালের দাম কেজি প্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরে ধানের দাম বৃদ্ধির কারণে মিল মালিকরা প্রতি ৫০ কেজির বস্তায় ১০০-১৫০ টাকা বাড়িয়ে দিয়েছেন। এতে প্রভাব পড়েছে চালের খুচরা বাজারে। জানা যায়, এক সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল ৫৩ থেকে ৫৬ টাকায়, মাঝারি সরু চাল ৪৮ থেকে ৫০ টাকায় ও মোটা চাল ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে মানভেদে মিনিকেট ও নাজিরশাইল ৫৮ থেকে ৬০ টাকায়, মাঝারি বিআর আউশ, লতা, পাইজাম ৫০ থেকে ৫২ টাকা এবং মোটা চাল ৪৪ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি চাল ব্যবসায়ী মো. নূরুল ইসলাম জানান, সরকার নির্ধারিত দর মিল মালিকরা মানছেন না। চার দিন ধরে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। ফলে বাজারেও নির্ধারিত দামে চাল বিক্রি করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর