বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চুক্তিভিত্তিক টমেটো চাষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীকে বলা হয় টমেটোর রাজ্য। দেশের মধ্যে সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয় বরেন্দ্রভূমি খ্যাত এই উপজেলায়। গোদাগাড়ীর টমেটোর রাজ্যে বাণিজ্যিকভাবে টমেটো সস, জ্যাম-জেলিসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য ফ্যাক্টরি স্থাপন করেছে প্রাণ। আর প্রাণের এই কারখানার সঙ্গে চুক্তিভিত্তিক টমেটো চাষে সুদিন ফিরেছে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের। এ বছর প্রাণের প্রায় ১০ হাজার চুক্তিভিত্তিক কৃষক ৮৬৭ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। চলতি বছর টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা ১২ হাজার টন।

সর্বশেষ খবর