শিরোনাম
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পোস্ট অফিস

বাবুল আখতার রানা, নওগাঁ

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পোস্ট অফিস

রানীনগর উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম চলছে পরিত্যক্ত জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার। গুরুত্ব কমে গেলেও এখনো সরকারি বিভিন্ন দফতরের চিঠিপত্র আদান-প্রদান, চাকরির আবেদন, সঞ্চয়পত্র লেনদেনসহ গুরুত্বপূর্ণ কাজের জন্য লোকজনকে পোস্ট অফিসে আসতে হয়। উপজেলা পোস্ট অফিস এখনো জনগুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু পোস্ট অফিস ভবনের অবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে সব সময় তটস্থ থাকতে হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেবাগ্রহীতাদেরও ছাদের দিকে চেয়ে থাকতে হয় কখন মাথার ওপর পলেস্তরা খসে পড়ে। শুধু ভবনের ভিতরের অংশই নয়, পুরো পোস্ট অফিস চত্বরের প্রতিটি জিনিসের অবস্থাই নাজুক। নিরাপত্তাপ্রাচীর কোথাও কোথাও ভেঙে গেছে। আবাসিক ভবনের ভিতর দিনরাত বিভিন্ন জীবজন্তু খেলা করে। যে কারণে সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় পোস্ট অফিস প্রাঙ্গণে। মাদকসেবী, চোর-ছিনতাইকারীদের জন্য রাতের পোস্ট অফিস এখন অভয়ারণ্য। পোস্ট অফিসের সেবাগ্রহীতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মোসলেমা খাতুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, ‘সরকারি দফতরগুলোর খারাপ অবস্থা তা জানতাম। কিন্তু এত খারাপ জানা ছিল না। আমরা পোস্ট অফিসে এলে ভয়ে ভয়ে থাকি। যেদিন ভবন ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে তখন সরকারের টনক নড়বে।’ পোস্টমাস্টার জালাল উদ্দিন বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসছি।

পলেস্তরা খসে পড়ে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘পোস্ট অফিসের প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করতে চাইলে দ্রুত এ ভবন ভেঙে একটি আধুনিক মানের নিরাপদ পোস্ট অফিস ভবন নির্মাণ জরুরি। ভবনের এমন অবস্থার কথা কাগজে-কলমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কোনো ফল হয়নি।’

সর্বশেষ খবর