রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেয়র প্রার্থীকে তুলে নেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজকে তুলে নেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও করেছেন তার সমর্থকরা। এ সময় পুলিশ এবং প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গতকাল সন্ধ্যায় এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কালকিনি পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে শনিবার দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় সবুজ সমর্থকরা তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করেন। বিক্ষুব্ধরা কালকিনির বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। এক পর্যায় পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সবুজের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাহবুব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার  হান্নান এবং কালকিনি থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তারা কেউ ফোনও রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর