বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়

চাঁপাইনবাবগঞ্জরে শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন এলাকাবাসী। গত ২৩ ফেব্রুয়ারি এই বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর সহকারে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান ভুক্তভোগীরা। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে পাঁকা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম উল্লেখ করেন, কৃষিকাজের জন্য জমিতে সার নিতে হলেও ৫০ কেজির বস্তাপ্রতি ৩০ টাকা টোল দিতে হয়। এ ছাড়া ৭০ লিটার তেলের জারকিনে দিতে হয় ৬০ টাকা। একটা সোলার প্যানেলে দিতে হয় ১৫০ টাকা। এমনকি প্রতিটি ডাবে টোল নেওয়া হয় ২ টাকা করে। আর জমিতে চাষের জন্য ট্রাক্টর পারাপারে প্রতিবার দিতে হয় সাড়ে ৪ হাজার টাকা। চরে যারা থাকেন তারা অধিকাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাদের কাছে এই মাত্রাতিরিক্ত টোল যেন অত্যাচার। ফেরিঘাটে সরকারি টোলহারের তালিকা ঝুলানোসহ টোলসহনীয় করার দাবির বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসককে অবগত করা হয়, সবাই দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনো কাজই হয়নি এখনো। এখনো ঘাটে ঝোলানো হয়নি সরকরি টোল হার। সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানানো হয়। এদিকে ফেরিঘাট ইজারাদার জামাল উদ্দীন জামাল মেম্বারের সঙ্গে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক টাকা দিয়ে ইজারা নেওয়া হয়েছে। তাই একটা বস্তাতে ৩০ টাকা নেওয়া ঠিক আছে।

সর্বশেষ খবর