বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনার টিকা না থাকায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

একটি উন্নতমানের ফ্রিজের অভাবে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার ৫০ হাজার মানুষ। দ্রুত টিকা রাখার ফ্রিজের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, তালতলী উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে ২০০৩ সালে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করে সরকার। এখনো ওই হাসাপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়। তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা রাখার মতো উন্নতমানের ফ্রিজ, জরুরি বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অক্সিজেন সিলিন্ডার নেই। এ কারণে তালতলীতে প্রাণঘাতী করোনার টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না। তালতলী উপজেলার বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র বলেন, ৩০ কিলোমিটার বেহাল সড়ক পাড়ি দিয়ে আমতলীতে গিয়ে টিকা দিতে হচ্ছে।

এটা অত্যন্ত কষ্টদায়ক। তালতলীতে করোনা টিকা ক্যাম্প স্থাপন খুবই প্রয়োজন। তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল করিব জোমাদ্দার বলেন, বরগুনার সিভিল সার্জনের সঙ্গে তালতলীতে টিকা ক্যাম্প স্থাপনের জন্য কয়েকদফা যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। দ্রুত তালতলী হাসপাতালে টিকা ক্যাম্প স্থাপন করে মানুষের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, তালতলীতে করোনা টিকা ক্যাম্প স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। 

সর্বশেষ খবর