রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বিয়েতে কম দামি শাড়ি দেওয়ায় হামলা

নোয়াখালীর এক বিয়েতে কনের মাকে কম দামি শাড়ি দেওয়ায় হামলায় দুজন আহত হয়েছেন। তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার পশ্চিম মাইজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে জহির ও রুবেল। এ ঘটনায় সালাউদ্দিন মিয়া সুধারাম থানায় অভিযোগ করেছেন।     -নোয়াখালী প্রতিনিধি

 

তনুর খুনিরা পাঁচ বছরেও শনাক্ত হয়নি

‘আমাদের ছাত্রী সোহাগী জাহান তনু। পাঁচ বছর আগে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। খুবই কষ্ট লাগে খুনিরা পাঁচ বছরেও শনাক্ত হয়নি। তনু হত্যার বিচার একদিন হবে। এ দুনিয়ায় না হলেও পরকালে বিচার হবে।’ গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ভূঁঁইয়া। এ সময় তনুর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন শিক্ষকরা।         -কুমিল্লা প্রতিনিধি

 

অপহরণের ৬ ঘণ্টা পর হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার

গাজীপুরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে উদ্ধার করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি নান্দুয়াইন বাসস্ট্যান্ড এলাকা থেকে গাড়ির ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ভিকটিম জানান, গত ১৯ মার্চ খুলনা থেকে গাজীপুর আসার পথে মাওনা চৌরাস্তায় কয়েকজন মুখোশধারী লোক তাকে প্রাইভেটকারে তুলে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।               -গাজীপুর প্রতিনিধি

 

৪০০ শিশুকে পোশাক দিল মসিক

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে সঠিক ইতিহাস জানাতে হবে। তিনি গতকাল এক অনুষ্ঠানে ৪০০ শিশুকে নতুন পোশাক দেন।    -ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর