মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৯

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানার প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন তার নয়জন সমর্থক ও নেতা-কর্মী। তাদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পূর্ব মিনাজদী এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নৌকার প্রার্থীর নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

তবে হামলার ঘটনা সাজানো নাটক বলে দাবি করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এস এম হানিফ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় পূর্ব মিনাজদী গ্রামের ইউসুফ সরদারের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করেন সোহেল রানা। বৈঠকে চলাকালে হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকিনি থানার ওসি ইসতিয়াক আহম্মেদ বলেন, মিনাজদী এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক করতে গেলে প্রতিপক্ষ এক গ্রুপের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিকুর রহমান বলেন, হামলায় আহত নয়জনের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

সর্বশেষ খবর