চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকান্ডবিদিরপুর মহল্লায় সন্ত্রাসীদের ফেলে রাখা ককটেল খেলনা ভেবে তা নিয়ে খেলার সময় বিস্ফোরণে হাতের কবজি হারায় শিশু মহরমি। এবার হারিয়েছেন দৃষ্টিশক্তিও। আড়াই মাসে ধরে কয়েক দফায় ঢাকায় চিকিৎসা করানোর পর ডাক্তার জানিয়েছেন মহরমির দুই চোখই নষ্ট হয়ে গেছে। একসময়ের প্রাণচাঞ্চল্যে হাসি-খুশি মহরমি এখন পরনির্ভরশীল। মা-বাবা অথবা বাড়ির অন্য সদস্যদের সহযোগিতা ছাড়া ইচ্ছা হলেও সে কোথাও যেতে পারছে না। স্কুলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মহরমি বলে আমি তো অন্ধ হয়ে গেছি। যদি সুযোগ পাই অন্ধদের স্কুলে ভর্তি হব। মহরমির মা মাসকুরা খাতুন জানান, গত ১ ফেব্রুয়ারি মরহমি বাড়ির পাশে খেলার মাঠে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ককটেল বল ভেবে খেলার সময় বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি উড়ে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল চোখ।
চোখের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। মিরপুরের বাংলাদেশ আই হসপিটালের প্রফেসর ডা. গোলাম রসুলের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়। কয়েক দফা চেষ্টার পর তিনি জানান, মহরমি আর দৃষ্টি ফিরে পাবে না।