শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

সড়ক খোঁড়াখুঁড়িতে ভোগান্তি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সড়ক খোঁড়াখুঁড়িতে ভোগান্তি

বিশ্বনাথে খুঁড়ে রাখা সড়কের গর্তে জমেছে পানি

পাকা করার জন্য খোঁড়া হয়েছিল দুই কিলোমিটার কাঁচা রাস্তা। ভালোভাবে চলাচলের স্বপ্ন দেখছিলেন কয়েক গ্রামের মানুষ। খোঁড়া শেষে দীর্ঘ পাঁচ মাস আর কোনো কাজ না হওয়ায় এ রাস্তার অবস্থা এখন আগের চেয়েও খারাপ। রাস্তাজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোটবড় গর্ত। ঠিকাদারি প্রতিষ্ঠানের  উদাসীনতায় ‘উন্নয়ন বিড়ম্বনায়’ ভুগছেন জনসাধারণ। উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজান্সি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার থেকে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তা। এই রাস্তা পাকাকরণের জন্য ২০১৯ সালের ৪ ডিসেম্বর কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম ট্রেডার্স। গত বছরের ৩ ডিসেম্বর কাজ শেষ কবার কথা থাকলেও তারা কাজ শুরুই করে নির্দিষ্ট মেয়াদের পরে। রাস্তা খোঁড়াখুঁড়ি করে বেশকিছু স্থানে ফেলে রাখা হয় বালি। এরপর আর কোনো কাজ না করে ফেলে রাখে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদের উন্নয়ন সভায় বিষয়টি আমি উত্থাপন করেছি।

কয়েকদিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করলে আইনের আশ্রয় নেব।’ প্রতিষ্ঠান বিএম ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম বাবলু বলেন, ‘আগামী সপ্তাহে রাজাগঞ্জ বাজার হতে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজ শুরু হবে।’ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘কাজ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর