নির্মাণের ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি করে ঘরগুলো নির্মাণ করায় এ অবস্থা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২৮টি ঘরের মধ্যে ৮-১০টিতে ফাটল ধরেছে। বাকি ঘরগুলোতে ফাটল না ধরলেও বসবাসরতরা আতঙ্কে রয়েছেন। জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ঘরগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। প্রথম দফায় নাচোল উপজেলায় বরাদ্দ পেয়েছে ২০০টি ঘর। উপকারভোগীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন, তাতে আমরা খুশি। কিন্তু ঘরগুলো রাস্তার পাশের নিচু জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট করা মাটি বৃষ্টিতে দেবে যাচ্ছে। যার কারণে ঘরগুলোতে ফাটল দেখা দিচ্ছে। এ ছাড়া ঘর নির্মাণের সময় কম সিমেন্ট ব্যবহার করারও অভিযোড় রয়েছে। হালকা বাতাস হলেই সিমেন্ট আর বালু ঝরে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। ফতেপুর ইউপির লাহাবাড়ী গ্রামের উপকারভোগী মুনিরা খাতুন জানান, জমিসহ ঘর দেওয়ার শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু বৃষ্টি হলেই ঘরের টিন ফুটো হয়ে পানি পড়ে। দেয়ালে অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের ইট-বালি ও টিন ব্যবহার করায় এমন হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাসির জানান, ঘরের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় তার পরিবার চিন্তায় আছেন। ঘর নির্মাণের যাবতীয় খরচ সরকার বহন করার কথা থাকলেও আমার ঘর নির্মাণের সময় শ্রমিকদের ১০-১৫ দিন খাবার দিতে হয়েছে। তারপরও ঘরগুলো ভালোভাবে নির্মাণ করেনি। একই এলাকার মানকির বলেন, বাড়ি পেয়েছি নামেমাত্র। বসবাসের ছয় মাস যেতে না যেতেই ঘরে যেভাবে ফাটল দেখা দিয়েছে। তাতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছি। হাত দিলেই খসে পড়ছে পলেস্তারা। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা জানান, লাহাবাড়ীর ঘরগুলোতে ফাটল নয়, একটু চির ধরেছে। এসব ঘর সংস্কার করা হবে।
শিরোনাম
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
নাচোলে উপহারের ঘরে ফাটল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর