নির্মাণের ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি করে ঘরগুলো নির্মাণ করায় এ অবস্থা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২৮টি ঘরের মধ্যে ৮-১০টিতে ফাটল ধরেছে। বাকি ঘরগুলোতে ফাটল না ধরলেও বসবাসরতরা আতঙ্কে রয়েছেন। জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ঘরগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। প্রথম দফায় নাচোল উপজেলায় বরাদ্দ পেয়েছে ২০০টি ঘর। উপকারভোগীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন, তাতে আমরা খুশি। কিন্তু ঘরগুলো রাস্তার পাশের নিচু জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট করা মাটি বৃষ্টিতে দেবে যাচ্ছে। যার কারণে ঘরগুলোতে ফাটল দেখা দিচ্ছে। এ ছাড়া ঘর নির্মাণের সময় কম সিমেন্ট ব্যবহার করারও অভিযোড় রয়েছে। হালকা বাতাস হলেই সিমেন্ট আর বালু ঝরে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। ফতেপুর ইউপির লাহাবাড়ী গ্রামের উপকারভোগী মুনিরা খাতুন জানান, জমিসহ ঘর দেওয়ার শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু বৃষ্টি হলেই ঘরের টিন ফুটো হয়ে পানি পড়ে। দেয়ালে অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের ইট-বালি ও টিন ব্যবহার করায় এমন হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাসির জানান, ঘরের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় তার পরিবার চিন্তায় আছেন। ঘর নির্মাণের যাবতীয় খরচ সরকার বহন করার কথা থাকলেও আমার ঘর নির্মাণের সময় শ্রমিকদের ১০-১৫ দিন খাবার দিতে হয়েছে। তারপরও ঘরগুলো ভালোভাবে নির্মাণ করেনি। একই এলাকার মানকির বলেন, বাড়ি পেয়েছি নামেমাত্র। বসবাসের ছয় মাস যেতে না যেতেই ঘরে যেভাবে ফাটল দেখা দিয়েছে। তাতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছি। হাত দিলেই খসে পড়ছে পলেস্তারা। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা জানান, লাহাবাড়ীর ঘরগুলোতে ফাটল নয়, একটু চির ধরেছে। এসব ঘর সংস্কার করা হবে।
শিরোনাম
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
নাচোলে উপহারের ঘরে ফাটল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর