নির্মাণের ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি করে ঘরগুলো নির্মাণ করায় এ অবস্থা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২৮টি ঘরের মধ্যে ৮-১০টিতে ফাটল ধরেছে। বাকি ঘরগুলোতে ফাটল না ধরলেও বসবাসরতরা আতঙ্কে রয়েছেন। জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ঘরগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। প্রথম দফায় নাচোল উপজেলায় বরাদ্দ পেয়েছে ২০০টি ঘর। উপকারভোগীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন, তাতে আমরা খুশি। কিন্তু ঘরগুলো রাস্তার পাশের নিচু জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট করা মাটি বৃষ্টিতে দেবে যাচ্ছে। যার কারণে ঘরগুলোতে ফাটল দেখা দিচ্ছে। এ ছাড়া ঘর নির্মাণের সময় কম সিমেন্ট ব্যবহার করারও অভিযোড় রয়েছে। হালকা বাতাস হলেই সিমেন্ট আর বালু ঝরে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। ফতেপুর ইউপির লাহাবাড়ী গ্রামের উপকারভোগী মুনিরা খাতুন জানান, জমিসহ ঘর দেওয়ার শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু বৃষ্টি হলেই ঘরের টিন ফুটো হয়ে পানি পড়ে। দেয়ালে অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের ইট-বালি ও টিন ব্যবহার করায় এমন হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাসির জানান, ঘরের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় তার পরিবার চিন্তায় আছেন। ঘর নির্মাণের যাবতীয় খরচ সরকার বহন করার কথা থাকলেও আমার ঘর নির্মাণের সময় শ্রমিকদের ১০-১৫ দিন খাবার দিতে হয়েছে। তারপরও ঘরগুলো ভালোভাবে নির্মাণ করেনি। একই এলাকার মানকির বলেন, বাড়ি পেয়েছি নামেমাত্র। বসবাসের ছয় মাস যেতে না যেতেই ঘরে যেভাবে ফাটল দেখা দিয়েছে। তাতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছি। হাত দিলেই খসে পড়ছে পলেস্তারা। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা জানান, লাহাবাড়ীর ঘরগুলোতে ফাটল নয়, একটু চির ধরেছে। এসব ঘর সংস্কার করা হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাচোলে উপহারের ঘরে ফাটল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর