বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গলা কেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গলা কেটে হত্যা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় দিনদুপুরে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ী লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ছিনতাইকারীকে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে। নিহত যুবক মোখলেছুর রহমান (৩৮) পাশের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা লিচুবাগান এলাকায় মা টেলিকম নামে বিকাশ ও মুদি দোকান চালাতেন। তার সাদিক নামে ১৩ বছরের একটি ছেলে ও সাদিয়া নামে সাড়ে চার বছরের একটি মেয়ে রয়েছে। গ্রেফতার ছিনতাইকারী রুবেল মিয়া ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি লেবুবুনিয়া বাজারের শামছুল হকের ছেলে। মোখলেছুর রহমান কয়েক দিন আগে স্থানীয় খাজা বেকারির পাশে তার এক আত্মীয়বাড়ি বেড়াতে আসেন। শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ওই ছিনতাইকারী দোকানে গিয়ে কিছু টাকা চায়, দোকানি টাকা দিতে রাজি না হওয়ায় সে ক্যাশ থেকে জোর করে টাকা নিতে গেলে মোখলেছুর রহমান বাধা দেন। এ সময় সঙ্গে থাকা ছুরি দিয়ে তার গলায় উপর্যুপরি কয়েকটি আঘাত করে রুবেল। সঙ্গে সঙ্গেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা আটক করে পিটুনির পর পুলিশে দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর