রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

কুমিল্লার মেঘনায় উদ্বোধনের আগেই একটি ব্রিজে ফাটল ধরেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে স্থানীয় চরকাঁঠালিয়া-চেঙ্গাকান্দি সড়কে খালের ওপর ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায় বলেন, ফাটল ধরায় ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজটি ভেঙে ডিজাইন অনুসারে নতুন করে নির্মাণের জন্য চিঠি পাঠানো হয়েছে। ঠিকাদার নতুন ব্রিজ নির্মাণ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ফাটল ধরেছে-বিষয়টি সোস্যাল মিডিয়া ভাইরাল হয়। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের প্রমাণ পাওয়ায় তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযুক্ত এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেছে তদন্ত টিম। জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে মেঘনা উপজেলা দুর্যোগ অধিদফতর থেকে চরকাঁঠালিয়া গ্রামে খালের ওপর ৩০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। আদিবা বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে। নির্মাণ ব্যয় ধরা হয় ২৪ লাখ ৫৪ হাজার ৯২৪ টাকা। ২০২০ সালের মে মাসে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়। পরে তড়িঘড়ি করে বিলের অর্থ উত্তোলন করে নেওয়া হয়।

কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার মজিবুর রহমান স্বপন বলেন, ব্রিজ নির্মাণে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তদন্ত প্রতিবেদন ও মেঘনার ইউএনওর চিঠির আলোকে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর