রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাস্তা খুঁড়ে ঠিকাদার লাপাত্তা

জয়পুরহাট প্রতিনিধি

রাস্তা খুঁড়ে ঠিকাদার লাপাত্তা

জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের মেয়াদ শেষ হলেও অগ্রগতি নেই। অভিযোগ রয়েছে, রাস্তা খুঁড়েই লাপাত্তা নিয়োগকৃত ঠিকারদারি প্রতিষ্ঠান। কাজ অসমাপ্ত রাখায় তিন বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচবিবি উপজেলার হাজার হাজার মানুষ। চুক্তিভিত্তিক মেয়াদ অনুসারে গত ৪ সেপ্টেম্বরের মধ্যে রাস্তার কাজ শতভাগ সম্পন্ন করার কথা। দ্রুত সমস্যার সমাধান চান জনপ্রতিনিধিরাও। জানা যায়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ১০ কিলোমিটার সংস্কারের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। দরপত্রের শর্ত অনুসারে প্রায় ৯ কোটি টাকা চুক্তিমূল্যে কার্যাদেশ পায় বগুড়ার মাসুমা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।        রাস্তার কাজ শুরু হয় ২০১৯ সালে ৫ সেপ্টেম্বর। যার মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ৪ তারিখ। নির্ধারিত সময় অতিবাহিত হলেও বাস্তবে কাজের অগ্রগতি নেই। ১০ কিলোমিটার এই সড়কটি পাকাকরণের জন্য রাস্তার পাথর অপসারণ করা হয় দুই বছর আগে। কিছু অংশে খোয়া বিছানো ছাড়া এখনো আর কোনো কাজ হয়নি। রাস্তায় বড় বড় গর্ত আর খানাখন্দ থাকায় প্রতিদিন যানবাহন যেমন বিকল হচ্ছে তেমনি ঘটাছে দুর্ঘটনা।

শালাইপুর গ্রামের তমিজ উদ্দিন, তরিকুল ইসলাম, হরেন্দা গ্রামের রুহুল আমিন, বাঁশখোর গ্রামের ইমদাদুল জানান, সংস্কার কাজ না হওয়ায় ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমায় বন্ধ হয়ে যায় যানচলাচল। তখন ভোগান্তির শেষ থাকে না এলাকাবাসীর। মাসুমা কনস্ট্রাকশনের প্রতিনিধি সেলিম বলেন, করোনাকালে শ্রমিক ও মালামাল সংকটের কারণে কাজে বিলম্ব হয়েছে। আরও এক বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছি। উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না বলেন, এই রাস্তার কাজ শুরুর দিকে নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।  কাজটি সঠিকভাবে করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছি। উপজেলা প্রকৌশলী আবদুল কাইয়ুম বলেন, রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর