ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হওয়ার ঘটনায় অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে রেলওয়ে টিম্যান দ্বীন মোহাম্মদ বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি করেন।
আসামি শিরু মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে। এর আগে রবিবার ভোরে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেন সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী সাদেক মিয়া ও তার দুই ছেলে রুবেল এবং পাবেল মারা যান। তাদের বাড়ি সদর উপজেলার রাজঘর গ্রামে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, অটোরিকশাচালক শিরু মিয়াকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        