মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আশ্রয়ণ প্রকল্পে শিশুদের বিনোদনে পার্ক নির্মাণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে আশ্রয়ণ প্রকল্পে শিশুদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে শিশুপার্ক। নির্মল বাতাসের জন্য আশ্রয়ণ কেন্দ্রের চারধারে সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে। এ ছাড়া আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত সবাইকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। জানা যায়, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আত্রাই উপজেলায় দুই ধাপে পাঁচ স্থানে ১৮৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

বাড়ি পেয়ে মনের আনন্দে বসবাস করছেন উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিকল্পনা ও বাস্তবায়নে রসুলপুর আশ্রয়ণ কেন্দ্রে নির্মাণ করা হয়েছে শিশুপার্ক। একই সঙ্গে রাস্তার দুই পাশ ও আশ্রয়ণ কেন্দ্রের চারদিকে রোপণ করা হয়েছে পাঁচ শতাধিক ফলজ ও বনজ গাছ। মধুগুড়নই আশ্রয়ণ কেন্দ্রে নদীর ধারে গাইড ওয়াল নির্মাণ করে তাতে মাটি ভরাট দিয়ে সেখানেও শিশুদের বিনোদন দিতে দোলনা এবং নদীর নির্মল বাতাস পেতে সবার জায়গা বানানো হয়েছে। এই কেন্দ্রের চারদিকেও পাঁচ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ লাগিয়ে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনী। শিশু পার্কে বসার যায়গা, দোলনা, স্লিপার, গোলচত্বর এবং ফুলের বাগান রয়েছে। কেন্দ্রের প্রবেশদ্বারে প্রকল্প সম্পর্কিত বিলবোর্ড দেওয়া আছে। ইউএনও ইকতেখারুল ইসলাম বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলার পাঁচ স্থানে ১৮৫টি বাড়ি নির্মাণ করে সুফলভোগীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুদের নির্মল বাতাস আহরণের জন্য রসুলপুর ও মধুগুরনই আশ্রয়ণ কেন্দ্রে তৈরি করা হয়েছে শিশুপার্ক।

সর্বশেষ খবর