গাজীপুরে ত্রিভুজ প্রেমের বিরোধের জেরে পথের কাঁটা দূর করতে কলেজছাত্র প্রেমিককে মারধর করে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে খুন করেছে প্রেমিকাসহ তার বন্ধুরা। চাঞ্চল্যকর এ খুনের ঘটনার প্রায় এক বছর পর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ক্লুলেস এ খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তানহা জুবায়ের (২৫) নামে একজনকে আটক করা হয়। পিবিআইর ওই কর্মকর্তা জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকার ইমপ্রেস টেলিফিল্ম লি. বাংলোর সামনের সড়কের ওপর থেকে কলেজছাত্র হাবিবুল বাশার জয়কে আহত অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করে এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঢাকার আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকার রহিজ উদ্দিনের ছেলে হাবিবুল বাশার জয় (২০) স্থানীয় আলহাজ আবদুল মান্নান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে এজাহারনামীয় দুজন ও অজ্ঞাতনামা তিন-চারজন আসামির বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেন। প্রায় দুই মাস মামলাটি তদন্ত করে। মামলাটির প্রায় দুই মাস তদন্তকালে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে চাঞ্চল্যকর ও ক্লুলেস এ খুনের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুরের পিবিআইকে। পিবিআইর তদন্ত কর্মকর্তা তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত তানহা জুবায়েরকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে গত মঙ্গলবার ভোরে গ্রেফতার করে।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা