বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ভাওয়াল জাতীয় উদ্যান প্লাস্টিক বর্জ্যমুক্তকরণ

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ভাওয়াল জাতীয় উদ্যান প্লাস্টিক বর্জ্যমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ভাওয়াল জাতীয় উদ্যানে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার। এ সময় অন্যদের মধ্যে সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা  মো. মাসুদ রানা, বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুুলতানা প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল জাতীয় উদ্যানে আসা দর্শনার্থীদের যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে বিভাগীয় বন কর্মকর্তা অনুরোধ করেন। এ ছাড়া চলতি অর্থবছরেই ভাওয়াল জাতীয় উদ্যান প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে উদ্যানের বিভিন্ন স্থানে মোট ৯টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

-গাজীপুর প্রতিনিধি

 

তরুণীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় তানিয়া আক্তার (২২) নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোদনাইলের নতুন আইলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত তানিয়া আক্তার বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে নতুন আইলপাড়া এলাকায় ভাড়া থাকতো এবং মানুষের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতো। পুলিশ ও স্থানীয় জানায়, এলাকাবাসী তার বাসার সামনে গলা কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

-সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর