মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পাল্টা সভা ডাকায় নওগাঁয় ১৪৪ ধারা

নওগাঁ প্রতিনিধি

একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগ সভা আহ্বান করায় শৃঙ্খলা ভঙ্গের শঙ্কায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (গতকাল) বিকাল ৩টা থেকে আগামীকাল বিকাল ৩টা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বেলা ২টায় শহরের নওজোয়ান মাঠে সভা আয়োজন করে জেলা বিএনপি। একই সময়ে ওই স্থানে জেলা যুবলীগের পক্ষ থেকে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি আহ্বান করা হয়। এরপর বিএনপি শহরের এটিম মাঠে তাদের কর্মসূচি পালন করবে বলে জানায়। একই সময় ওই স্থানে বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সিমাবেশ ঘোষণা করে ছাত্রলীগ।

এ সময়ে পৌর এলাকায় পাঁচ বা ততধিক ব্যক্তির সভা, সমাবেশ এবং দলবদ্ধ যে কোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচি প- করতেই যুবলীগ ও ছাত্রলীগ একই স্থানে সভা ঘোষণা দিয়েছে। তবে পূর্বঘোষণা অনুযায়ী বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। শহরের নওজোয়ান মাঠ ও এটিম মাঠ বাদ দিয়ে অনত্র জনসভা আয়োজন করবেন তারা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, বিএনপির সভা প- করার উদ্দেশ্যে যুবলীগ ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেনি। তাদের কর্মসূচি অনেক আগে থেকেই ঘোষণা করা ছিল। বিএনপিই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশে তাদের সমাবেশ স্থলে সভা আহ্বান করেছে।

সর্বশেষ খবর