মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জেলা পরিষদ চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে মন্ত্রণালয়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত বছর জেলা পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান ও ১৫ জন সদস্যের আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত হবে বলে রাজবাড়ী জেলা পরিষদ সূত্রে জানা গেছে।  জানা যায়, পরিষদের একাধিক সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে সরেজমিনে তদন্তের জন্য স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফকে নির্দেশনা প্রদান করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর বেলা ১১টায় তদন্তের কথা থাকলেও সেই তদন্ত করেনি স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা। পরবর্তীতে আগামী ২৩ জানুয়ারি (রবিবার) বেলা ১১টায় সরেজমিনে তদন্তের তারিখ নির্ধারণ করেন স্থানীয় সরকার বিভাগ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন পরিষদের সদস্যরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করবে মন্ত্রণালয়। আগামী ২৩ জানুয়ারি (রবিবার) অভিযোগকারীদের যাবতীয় কাগজপত্র, তথ্য প্রমাণ নিয়ে জেলা পরিষদে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানকে নির্দিষ্ট সময়ে জেলা পরিষদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার বলেন, ‘তদন্ত হওয়া ভালো তো। তিনি এতদিন কেন দেরি করল। এটা আমি তার কাছে জানতে চাইব। আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি এগুলো মোকাবিলা করব।’

সর্বশেষ খবর