শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পদ্মা থেকে বালু তোলার হিড়িক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ এলাকায় পদ্মা নদীর চর থেকে নির্বিচারে অবৈধভাবে বালু তোলার হিড়িক শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী নেতা-কর্মীরা জোরপূর্বক বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর বালু তোলা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন একবার বালু তোলা বন্ধ করলেও রাতের অন্ধকারে তারা আবার তোলা শুরু করে বলে জানা যায়। গতকাল দুপুরে হাবাসপুর এলাকায় প্রকাশ্যে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে এসব বালুবাহী ট্রাক। দিনের বেলায় ৩/৪টি ট্রাক দিয়ে মাটি পরিবহন করা হলেও রাতে চলে রমরমা বাণিজ্য। স্থানীয় প্রভাবশালীরা নদী পাড়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে হতবাক। প্রচ  ধুলা-বালুতে এলাকায় বসবাস  করা কষ্টকর হয়ে যাচ্ছে। অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাবারে একদিন মানা করছিলাম। বলেছিলাম আমরা এখানে বসবাস করি। বর্ষার সময় নদী ভাঙন শুরু হবে। আমি ভিটে হারা হব। তারা আমাকে হত্যার হুমকি দেয়। স্থানীয় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান বলেন, শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর