বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাবার ড্যামে ছিদ্র, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তা

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর

রাবার ড্যামে ছিদ্র, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তা

দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম ছিদ্র হওয়ায় সেচ মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শত শত কৃষক। দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমি আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাবার ড্যামটি আগামী জুনের মধ্যে মেরামতের চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শুকনো মৌসুমে রাবার ড্যামটি ফুলিয়ে আত্রাই নদীর ৪৪ কিলোমিটার এলাকায় পানি ধরে রাখা হয়। এই পানি দিয়ে দিনাজপুরের দুই উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে আবাদ করা হয় বোরোসহ বিভিন্ন ফসল। ড্যামটির রাবার ফুটো হওয়ায় পানি ধরে রাখতে পারছে না। ফলে শুকিয়ে যাচ্ছে দুই উপজেলার চাষের সেচের উৎস আত্রাই নদীর পানি এলাকা। নদীর কোনো কোনো স্থান পরিণত হয়েছে বালুচরে। সেচনির্ভর ভরা মৌসুমে এমন অবস্থায় বিপাকে পড়েছেন কৃষক। মোহনপুর রাবার ড্যামের পরিচালক ইয়াছিন আলী বলেন, আমি গত জানুয়ারি মাসে দায়িত্ব নিয়েছি। এখন দেখতে পাচ্ছি ড্যামের বিদ্যুৎ বিল বাকি। পাইপে ফুটো আছে। সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আবদুল আজিজ বলেন, রাবার ড্যামটি ছিদ্র হয়েছে। তা ছাড়া ড্যামের দুই পাশ মেরামত করতে হবে। মেরামতের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কথা জানান তিনি। জানা যায়, সেচ সংকট কাটাতে দিনাজপুরে ২০১১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে ১৩৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণ শুরু হয়। কাজ শেষে ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবার ড্যামটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। রক্ষণাবেক্ষণও করেন তারা। চিরিরবন্দরের ভাবকী গ্রামের কৃষক মোকসেদুল ইসলাম বলেন, আড়াই বিঘা জমিতে বোরো চাষের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীতে রাবার ড্যামের আটকানো পানি দিয়েই তিনি বোরো আবাদ করেন। এবার রাবার ড্যামটি নষ্ট হওয়ায় পানির অভাবে জমি প্রস্তুত করতে সমস্যায় পড়েছি। একই অভিযোগ জানান কৃষক ইমদাদ হোসেনসহ অনেকে।

 

সর্বশেষ খবর