ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার মুখে ভারতের আখনুর অঞ্চলের দুটি গ্রামের শত শত বাসিন্দাকে বৃহস্পতিবার (৮ মে) সরিয়ে নেয়া হয়।
কাশ্মীরের জম্মু শহরের কাছে একটি কলেজে আশ্রয় নেয়া এসব মানুষ বলছেন, এমন আতঙ্কে তারা কখনো পড়েননি। ‘ভয়ে রাতে ঘুম হয়নি,’ বললেন ৫০ বছর বয়সী কালিয়া দেবী।
ভারতের দাবি, এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় তাদের ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৯ জন আহত হয়েছে। পাকিস্তানও পাল্টা অভিযোগ করেছে যে, ভারতের বিমান হামলায় তাদের অন্তত ৩১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবারও জম্মু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সামরিক সূত্র বলছে, এটি সম্ভবত পাকিস্তানের ড্রোন হামলা।
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক ফ্ল্যাশপয়েন্টগুলোর একটি এই অঞ্চল। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বশক্তিগুলো শান্ত থাকার আহ্বান জানাচ্ছে।
সরিয়ে নেয়া মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চিকিৎসক ও খাদ্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        