বাংলা ভাষায় কথা বললেই ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে। সেই সাথে কোথাও আটক করা হচ্ছে, কোথাও হেনস্থা, আবার কোন কোন ক্ষেত্রে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
অতি সম্প্রতি দেশটির দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্রে এমন ঘটনা সামনে এসেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শাসিত ওই রাজ্যগুলিতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকেই এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
বিষয়টি সামনে আসার পরই তার তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি।
আর এবার এই ইস্যুতে সরাসরি পথে নামতে চলেছেন মমতা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে অপমান, হেনস্থা এবং ঘৃণার প্রতিবাদেই এবার পথে নামতে চলেছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী।
আগামী ১৬ জুলাই, বুধবার দুপুর ১টার সময় কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। তার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। মমতা ছাড়াও মিছিলে অংশ নেবে দলের শীর্ষ নেতৃত্ব। ওই মিছিলে কলকাতা, হাওড়া, সল্টলেকের দলের নেতা-কর্মী- সমর্থকরাও উপস্থিত হবেন। একই দিন দুপুর ২ টো থেকে ৪টা পর্যন্ত রাজ্যটির জেলায় জেলায় হবে প্রতিবাদ কর্মসূচি। দিল্লিতেও একই কর্মসূচি নিয়েছে তৃণমূল।
বিডি প্রতিদিন/নাজমুল