মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

চালু হলো দ্বিতীয় ধরলা সেতু

লালমনিরহাট প্রতিনিধি

অবশেষে চালু হলো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ধরলা নদীতে নির্মিত দ্বিতীয় ধরলা সেতু। ১৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে উপজেলার জোংড়া, শ্রীরামপুর, পাটগ্রাম, জগৎবেড় ও বুড়িমারীসহ পাঁচটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলে দুর্ভোগ কমল। দীর্ঘদিন পর সেতুটি চালু হওয়ায় ওই এলাকায় যোগাযোগের এক নতুন দিগন্তের সৃষ্টি হলো। সূত্র জানান, পাটগ্রাম ইউনিয়ন থেকে ভেরভেরিরহাট ভায়া কাউয়ামারী-কালীরহাট রাস্তায় চলাচলে ধরলা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। ৩ হাজার ১৭৫ মিটার চেইনেজ ২৮৪ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় হয় ১৩ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি অ্যান্ড এফটি সেতুটি নির্মাণে কাজ করে। লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন সেতুটি উদ্বোধন করেন। পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম জানান, পাটগ্রাম ইউনিয়ন থেকে ভেরভেরিরহাট ভায়া কাউয়ামারী-কালীরহাটগামী সড়কের কাছে বেশ কয়েক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

 

সর্বশেষ খবর