শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে তিল তিল করে আওয়ামী লীগকে সংগঠিত করে ক্ষমতায় আনেন। তিনি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনিই একমাত্র সরকারপ্রধান যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আর কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না। শরীয়তপুরের সখীপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন।  -শরীয়তপুর প্রতিনিধি

হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদন্ড

গাজীপুরে হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা গতকাল এ রায় ঘোষণা করেন। আমৃত্যু দন্ড পাওয়া আসামিরা হলেন, মহানগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে শাহ পরান, কালিয়াকৈরের বক্তারপুরের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আ. রহমানের ছেলে জাহাঙ্গীর। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি আতাউর রহমান খান বলেন, ২০১৬ সালের ১ নভেম্বর দুপুরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জেলা শহরের মুন্সিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেনের ছেলে টুটুলকে (২৭) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা তৎকালীন জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। -গাজীপুর প্রতিনিধি

তিন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ও গাঙ্গুটিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ এসব ইটভাটা মালিকদের ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব প্রমুখ। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগে তিন ভাটায় অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। -ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর