মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

দুই ভাইকে যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাকির হোসেন (২২) নামের এক যুবককে খুনের ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড  দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- বাদশা শেখ (৫০) ও কাইউম শেখ (৪৫)। গতকাল বিকালে বিচারক  মুহা. মুহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা।

 আদালত সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার সোহাগদল  গ্রামের আবদুর রশিদের বাড়ির সীমানা নিয়ে বাদশা শেখের পরিবারের বিরোধ রয়েছে। ২০১২ সালের ৩০ অক্টোবর বিকালে স্থানীয় কামালের চায়ের দোকানের বিরোধের জমি নিয়ে সালিশ হয়। সালিশ চলাকালে আবদুর রশিদের ছেলে জাকির হোসেনের সঙ্গে আসামিদের ঝগড়া হয়। এ সময় আসামিরা আবদুর রশিদ ও তার তিন ছেলে জাকির হোসেন, মো. সুমন ও মামুন হোসেনকে মারপিট করেন। আসামি বাদশা শেখ লাঠি দিয়ে জাকির হোসেনকে মাথায় আঘাত করেন। গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার  করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরদিন জাকির হোসেনের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর  তিনি মারা যান। ২ নভেম্বর নিহত জাকির হোসেনের বাবা আবদুল মিয়া বাদী হয়ে বাদশা শেখকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩১ অক্টোবর মামলাটি তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর