মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

গোপালগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি

কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ এই স্লোগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা-১৪২৯ গতকাল গোপালগঞ্জ ও দিনাজপুরের পাবর্তীপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান ও ধারাবাহিক ঐতিহ্যসহ বাংলাদেশের উন্নয়নশীল প্রকল্পে কিং ব্র্যান্ড সিমেন্টের অবদান তুলে ধরা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাট এলাকায় হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলার হক ট্রেডার্স। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু ও কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার মশিউর রহমান। ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টেরিটরি সেলস এক্সিকিউটিভ বদরুদ্দোজা। অনুষ্ঠানে ২ শতাধিক রিটেইলার, কাস্টমার ও ঠিকাদার উপস্থিত ছিলেন। এদের মধ্যে পাঁচজন সেরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুনবাজার এলাকার একটি রেস্টুরেন্টে দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলার ইসলাম ট্রেডার্স। ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোফাখখারুল ইসলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (জিএম) আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের নর্থ উইং ইনচার্জ জিল্লুর রহমান। অনুষ্ঠানে রিটেইলার, ঠিকাদারসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 আলোচনা শেষে পার্বতীপুর থানায় কিং ব্র্যান্ড সিমেন্টের সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে ইসলাম ট্রেডার্স, দ্বিতীয় শেখ ফরিদ ট্রেডার্স, তৃতীয় রুকুনুজ্জামান ট্রেডার্স, চতুর্থ সোবহান ট্রেডার্স, পঞ্চম আজাদ ট্রেডার্স, ষষ্ঠ কে এইচ ট্রেডার্স, সপ্তম সাহিদুল ট্রেডার্স, অষ্টম নেয়ামুল ট্রেডার্স, নবম অর্পিতা ট্রেডার্স, দশম কালাম ট্রেডার্স ও একাদশতম জাহিদ ট্রেডার্স। এ ছাড়া অন্য ব্যবসায়ীদের মধ্যে বিশেষ উপহার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর