নাটোরের হরিশপুরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হাতের সাতটি আঙুল কেটে দিয়েছে স্বামী। আহত গৃহবধূ মুক্তি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম আবদুল হাই। গ্রামবাসী জানান, ১৩ বছর পূর্বে আবদুল হাই তার আগের তিনটি বিয়ের কথা গোপন রেখে সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মুক্তি বেগমকে বিয়ে করেন। তাদের বৃষ্টি (১১) ও স্বাধীন (৮) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনায় আবদুল হাই স্ত্রীকে অমানুষিক অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। মুক্তি বলেন, গত রবিবার দুপুরে তরকারিতে বেশি তেল দিয়েছি বলে মারপিট করা শুরু করে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে আমার গলাকাটার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দিলে আঙুল কেটে যায়। তারপরও এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা জানান, আবদুল হাই আরও তিনটি বিয়ে করেন। সেসব স্ত্রীরা অত্যাচার নির্যাতন সইতে না পেরে তাকে ছেড়ে চলে গেছে। এই স্ত্রীও চলে গিয়েছিল বাপের বাড়ি। ঈদের আগে হাইয়ের অনুরোধে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি তাকে ফিরিয়ে আনেন। নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, ঘটনা জানার পর মুক্তির সুচিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযুক্ত আবদুল হাইকে গ্রেফতারে অভিযান চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রেজা উন নবী বলেন, ওই গহবধূর হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে অপারেশন করা না হলে আঙুলগুলো হারাতে হবে।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর হাতের আঙুল কাটল স্বামী
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর