বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর হাতের আঙুল কাটল স্বামী

নাটোর প্রতিনিধি

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর হাতের আঙুল কাটল স্বামী

নাটোরের হরিশপুরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হাতের সাতটি আঙুল কেটে দিয়েছে স্বামী। আহত গৃহবধূ মুক্তি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম আবদুল হাই। গ্রামবাসী জানান, ১৩ বছর পূর্বে আবদুল হাই তার আগের তিনটি বিয়ের কথা গোপন রেখে সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মুক্তি বেগমকে বিয়ে করেন। তাদের বৃষ্টি (১১) ও স্বাধীন (৮) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনায় আবদুল হাই স্ত্রীকে অমানুষিক অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। মুক্তি বলেন, গত রবিবার দুপুরে তরকারিতে বেশি তেল দিয়েছি বলে মারপিট করা শুরু করে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে আমার গলাকাটার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দিলে আঙুল কেটে যায়। তারপরও এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা জানান, আবদুল হাই আরও তিনটি বিয়ে করেন। সেসব স্ত্রীরা অত্যাচার নির্যাতন সইতে না পেরে তাকে ছেড়ে চলে গেছে। এই স্ত্রীও চলে গিয়েছিল বাপের বাড়ি। ঈদের আগে হাইয়ের অনুরোধে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি তাকে ফিরিয়ে আনেন। নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, ঘটনা জানার পর মুক্তির সুচিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযুক্ত আবদুল হাইকে গ্রেফতারে অভিযান চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রেজা উন নবী বলেন, ওই গহবধূর হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে অপারেশন করা না হলে আঙুলগুলো হারাতে হবে।

সর্বশেষ খবর