বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সার দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সার দাবিতে সড়ক অবরোধ

বগুড়ার চাহিদা অনুযায়ী সারের দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। গতকাল সকালে ধুনট উপজেলার হাসপাতাল সড়কের খাদ্য গুদাম এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, ধুনট পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য ১১ জন বিসিআইসি সার ডিলার রয়েছেন। ধুনট সদর ইউনিয়নের সার ডিলার মেসার্স এশিয়া এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির সার বিক্রয় কেন্দ্র ধুনট সরকারি খাদ্য গুদামের সামনে। বুধবার ভোর থেকে সার নিতে কৃষকরা সেখানে সমবেত হন। সকাল ১০টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে সার বিক্রি শুরু হয়। এ সময় কৃষকদের চাহিদার তুলনায় অনেক কম সার দেওয়ার কথা বলা হয়। এতে উপস্থিত কৃষক ক্ষুব্ধ হন এবং সড়কে গাছের ডাল ফেলে অবস্থান নেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকরা জানান, গত দুই দিন তারা সার ডিলার পয়েন্টে এসে ফিরে গেছেন। বুধবার সার নিতে এসে জানতে পারেন তাদের চাহিদামতো সার দেওয়া হবে না। এ ছাড়া মাত্র তিন ওয়ার্ডের কৃষকদের সার দেওয়া হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধুনটে আগস্ট মাসের জন্য সরকারিভাবে ৮৯০ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ রয়েছে। উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় একজন করে বিসিআইসি সার ডিলার রয়েছেন। বরাদ্দ পাওয়া সার ডিলারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, কৃষকদের শান্ত করে সার বিক্রি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডের কৃষকদের সার দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর