শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চাঁপাইয়ে বেড়েছে চুরি ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে বেড়েছে চুরি ছিনতাই

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহরে বেড়েছে ছিনতাই ও সাইকেল চুরি। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো স্থানে সাইকেল চুরি ও ছিনতাই ঘটছে।  জানা যায়, ১৫ আগস্ট সন্ধ্যায় দৈনিক ‘চাঁপাই দৃষ্টি’ অফিসের বারান্দা থেকে একটি রেঞ্জার বাইসাইকেল চুরি হয়। বিষয়টি মোবাইল ফোনে সদর মডের থানার ওসিকে জানানো হলে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট লিখিতভাবে জানানো হয়। একই দিন বিকালে শহরের পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে চুরি হয় একটি বাইসাইকেল। এর আগের দিন শহরের বাতেন খাঁর মোড়ে একটি ব্যাংকের সামনে থেকে দুটি সাইকেল নিয়ে যায় চোরেরা। রবিবার রাতে শহরের কল্যাণপুর থেকে চুরি হয়েছে একটি মোটরসাইকেল। এ ছাড়া মঙ্গল ও বুধবার সকালে শহরের মিস্ত্রিপাড়ায় দুটি ছিনতাই ঘটে। ছিনতাইসহ সাইকেল বা মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে থানায় জানালে বিভিন্ন অজুহাতে অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করায় পুলিশের সেবা নিতে যাওয়ার আগ্রহ হারাচ্ছে মানুষ। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, চুরি ও মাদক সেবনের দায়ে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হলে দ্রুত এসব অপকর্ম রোধ করা সম্ভব হবে।

সর্বশেষ খবর