নারায়ণগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গার্মেন্ট কর্মকর্তা জয়নুর রহমান জনি নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতাররা হলো, শরীয়তপুরের সখিপুরের সালাউদ্দিনের ছেলে সাগর ও নারায়ণগঞ্জ শহরের মানু চানের ছেলে জয়চান। সোমবার দিবাগত রাতে ফতুল্লায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিহত জনির মোবাইল ফোন। নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসপি গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেন।