মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে শিশু তানভীর হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার সূর্যবান এলাকার মোবারকের ছেলে বাবলু, ইংরাজ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম লালু, আবদুল কাদেরের ছেলে আবদুল হামিদ ও ফিদা মিয়ার ছেলে কাজল।

মামলাসূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মে ওবাইদুর ও তার স্ত্রী কাজে বাহিরে যান। শাশুড়ি ও সন্তান বাসায় ছিল। তখন আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী শিশু তানভীরকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

সর্বশেষ খবর